প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2025 ইং
মধুপুরে গাজা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ডাদেশ

টাঙ্গাইলের মধুপুরে এক গাঁজা ব্যবসায়ী ও চার সেবনকারীকে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মধুপুর উপজেলার পৌরসভাধীন কাইতকাই গ্রাম থেকে গাঁজা সেবনরত অবস্থায় এক গাঁজা ব্যবসায়ী ও ৪ জন সেবনকারীকে হাতেনাতে আটক করা হয়৷ এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক ব্যবসায়ীকে ১ বছর এবং অন্য চার সেবনকারীদের প্রত্যেককে ৩ মাস কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। কারাদণ্ডাদেশ প্রাপ্ত সকলেই একই গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
তিনি জানান ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে যাতে কোন মাদক কারবারি বা সেবনকারী সহজেই এ ধরনের অপরাধ করতে না পারে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশের একটি টিম।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com